২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:৩৪:১১ অপরাহ্ন


শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর নিহত
মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর নিহত শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর নিহত


মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীরচর চৌরাস্তায় অবৈধভাবে বালু বহনকারী রেজিস্ট্রেশন বিহীন একটি ড্রাম্প ট্রাকের চাপায়  ইসমাইল হোসেন মিশন (৫) নামের এক শিশুর নিহত হয়েছে। 

মঙ্গলবার(২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শিবচরের সন্যাসীরচর ইউনিয়নের বিসাই মৃধাকান্দি এলাকার গ্রামীন সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ইসমাইল হোসেন মিশন ওই এলাকার মিঠু মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিনিয়ত রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক দিয়ে বিভিন্ন জায়গায় বালু নিয়ে  নিয়ন্ত্রণহীনভাবে চলাচল এরকম দুর্ঘটনা ঘটে, এগুলো বন্ধের বিষয়ে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ না থাকায় গ্রাম ট্রাকগুলোর উৎপাদন বেড়ে যায়।

মঙ্গলবার বিকেল পাচটার দিকে দিকে সন্যাসীরচর ইউনিয়নের বিসাইমৃধা কান্দি গ্রামে (আড়িয়াল খাঁ নদের পুরাতন ফেরিঘাট) বাড়ির পাশে খেলতেছিল  ইসমাইল হোসেন মিশন। এসময় পাচ্চর এলাকার বালু ব্যবসায়ী শহীদ মৃধার বালু বহনকারী একটি ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন শিশু মিশন।

পরে স্থনীয়রা আহতাবস্থায় তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পাঁচ্চর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান, 'ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।'

রাজশাহীর সময় /এএইচ