২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:২৫:৩১ অপরাহ্ন


সমুদ্রের গভীরতায় মন হারিয়েছেন সুস্মিতা
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৪
সমুদ্রের গভীরতায় মন হারিয়েছেন সুস্মিতা সমুদ্রের গভীরতায় মন হারিয়েছেন সুস্মিতা


'প্রেম টেম' করেই বড়পর্দার সফর শুরু করেছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়। অভিনেত্রীর সিনেমা সংখ্যা হাতে গোনা। তবে সোশাল মিডিয়া মাতিয়ে রেখেছেন নিজের নানা পোস্টের মাধ্যমে।

'গেহরাইয়াঁ' সিনেমার 'ডুবে' গানের ছন্দে ভিডিও শেয়ার করেছেন সুস্মিতা। তাতেই মন কেড়েছেন অনুরাগীদের। কেউ দিয়েছেন ভালোবাসার ইমোজি, কেউ আবার আগুনের ইমোজি দিয়ে নায়িকার রূপের প্রশংসা করেছেন।

'প্রেম টেম'-এর পর প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত 'পাকা দেখা' সিনেমায় সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধেন সুস্মিতা। এর পর অভিনেত্রীকে দেখা যায় প্রসেনজিৎ-দেব অভিনীত 'কাছের মানুষ' সিনেমায়।

'খেলা যখন', 'জয় কালী কলকাত্তাওয়ালি' সিনেমাতেও অভিনয় করেছেন সুস্মিতা। সুপারস্টার জিতের সঙ্গে তাঁকে দেখা যায় 'চেঙ্গিজ' এবং 'মানুষ: চাইল্ড অফ ডেস্টিনি' সিনেমায়।