০৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৭:৪৬ পূর্বাহ্ন


মহানগরীর কাশিয়াডাঙ্গায় গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী আলামিন
মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
মহানগরীর কাশিয়াডাঙ্গায় গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী আলামিন মহানগরীর হাকাশিয়াডাঙ্গায় গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী আলামিন


রাজশাহী মহানগরীতে ১কেজি গাঁজা-সহ মোঃ আলামিন (২৪), নামের এক মাদক কারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আলামিন (২৪), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার মৃত সাকিম উদ্দিনের ছেলে। সে বর্তমানে একই থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় বসবাস করে।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় মাদক কারবারী আলামিন নিজ বাড়িতে গাঁজার কারবার করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা-সহ তাকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও সঙ্গীয় ফোর্স।

জিজ্ঞাসাবাদে মাদক কারবারী জানায়, সে দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছে। 

এ ব্যপারে তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বুধবার সকালে তাকে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।