২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৪৭:৩৮ অপরাহ্ন


রাণীনগরে পুলিশ পরিচয়ে ডেকে তুলে জিম্মি করে খামার থেকে গরু লুট
কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ) :
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
রাণীনগরে পুলিশ পরিচয়ে ডেকে তুলে জিম্মি করে খামার থেকে গরু লুট রাণীনগরে পুলিশ পরিচয়ে ডেকে তুলে জিম্মি করে খামার থেকে গরু লুট


নওগাঁর রাণীনগরে গভীর রাতে পুলিশ পরিচয়ে ডেকে তুলে মারধর করে হাত-পা-মুখ বেধে রেখে খামার থেকে সাতটি গরু লুটের অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের বিষ্ণপুর এলাকায় এই লুটের ঘটনা ঘটে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

খামারের মালিক বিষ্ণপুর গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুস সালাম মন্ডল জানান,রাণীনগর-আঁকনা সড়ক এবং রেল লাইনের পাশে বিষ্ণপুর এলাকায় একটি খামার গড়ে তুলে গরু পালন করে আসছিলেন। সেখানে বাবা সিরাজুল ইসলাম খামারের পাশেই একটি ঘরে থেকে খামার পাহাড়া দিতেন। মঙ্গলবার গভীর রাতে ১০-১২জনের লুটেরা দল খামারে হানা দিয়ে তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। এর পর থানার পুলিশ পরিচয় দিয়ে বাবাকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে মুখ,হাত-পা বেধে রেখে খামার থেকে আটটি গরু লুট করে নিয়ে যায়। এসময় একটি গরু ছুটে খামারে ফিরে আসে। এতে তার প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এঘটনার খবর পেয়ে থানাপুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার এবং লুটকারীদের ধরতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এঘটনায় আব্দুস সালাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।