০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১১:১৯:১৩ পূর্বাহ্ন


দাম্পত্যকলহে সমাধানের নামে বন্ধুর স্ত্রীকে ‘গণধর্ষণ’!
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৪
দাম্পত্যকলহে সমাধানের নামে বন্ধুর স্ত্রীকে ‘গণধর্ষণ’! দাম্পত্যকলহে সমাধানের নামে বন্ধুর স্ত্রীকে ‘গণধর্ষণ’!


দাম্পত্যকলহ সমাধান করার নামে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর তিন সহকর্মীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করেছেন ‘নির্যাতিতা’। তাঁর স্বামীর অভিযোগ, স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। সেই কারণে মায়ের সঙ্গে চলে গিয়েছিলেন তাঁর স্ত্রী। তাঁদের মধ্যে মনোমালিন্যের সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই তিন সহকর্মী। গত বুধবার তাঁরা গৃহবধূর বাড়িতে যান। সেখানে বধূকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। সেই ধর্ষণের ভিডিও করে সহকর্মীরা হুমকি দিয়েছিলেন, মুখ খুললেই ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়া হবে।

‘নির্যাতিতা’র স্বামী প্রথমে মল্লারপুর থানায় মৌখিক ভাবে ঘটনাটি জানান। কিন্তু ঘটনাস্থল তারাপীঠ হওয়ায় তাঁকে সেখানেই অভিযোগ দায়ের করতে বলা হয়। সেই মতো মঙ্গলবার রাতে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই অভিযুক্ত তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।