২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৩০:৫২ পূর্বাহ্ন


গৌরনদীতে কাল নাগিনী সাপের বাচ্চা উদ্ধার! গ্রামজুড়ে আতঙ্ক
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৪
গৌরনদীতে কাল নাগিনী  সাপের বাচ্চা উদ্ধার! গ্রামজুড়ে আতঙ্ক গৌরনদীতে কাল নাগিনী সাপের বাচ্চা উদ্ধার! গ্রামজুড়ে আতঙ্ক


বরিশালের গৌরনদীতে সাপের বাচ্চাটি উদ্ধারের পর কাল নাগিনী সন্দেহে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে পৌর এলাকার গেরাকুল গ্রামে এই সাপের বাচ্চাটি উদ্ধার করা হয়।

ওই গ্রামের যুবক সরাফত হোসেন বাবু জানান, শুক্রবার সকাল ১০টার দিকে দুর্লভ প্রজাতের একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে তারা কৌশলে ওই সাপের বাচ্চাটি বোতলজাত করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হন্তান্তর করেছেন। তবে প্রাথ‌মিকভাবে এটিকে স্থানীয়রা কাল না‌গিনীর বাচ্চা বলে নি‌শ্চিত করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান, এটি একটি বিষধর সাপ। এ অঞ্চলে আগে কখনো ধরা না পড়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। রাতে সর্তকতার সঙ্গে চলাচলের জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিষধর এ সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউটিমের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।