২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৩৯:১০ পূর্বাহ্ন


ফুলবাড়ীতে নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালন
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৪
ফুলবাড়ীতে নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালন ফুলবাড়ীতে নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালন


'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান।

এতে অফিস সহকারী মেজবাহুর রহমান মেজবার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

এতে যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী যুব কর্মকর্তা অরুণ চক্রবর্তী, কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক রেজাউল আলম, আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি পলাশ কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সদস্য আরিয়ার বাবু, নওশীন তাবাসসুম, সিমা আক্তার, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি নারী উদ্যোক্তা কংকনা রায়, সহ সভাপতি নারী উদ্যোক্তা মর্তুজান নাহার মিতু, সদস্য শিরীন শাপলা প্রমুখ বক্তব্য রাখেন।

সভার পূর্বে শপথ বাক্য পাঠ করা হয়। আলোচনা শেষে ভ্রাম্যমান প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

শেষে যুবদের মাঝে যুব ঋণের চেক ও পূর্বে গ্রহণ করা নানা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।