আলোচনা সভা, মানপত্র পাঠ, শুভেচ্ছা প্রীতি উপহার, সন্মাননা ক্রেস প্রদান ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনে নাটোরের সিংড়ার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ জিয়ারুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ শামীম রেজার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ মজনু মিঞা ও মোঃ নজরুল ইসলাম।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, বিয়াশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রইচ উদ্দিন, সিকিচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুর কাদের, সরিষা বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, নীলচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ কবির, আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ বাহা উদ্দিন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সভাপতি সোহরাব হোসেন ও খায়রুল ইসলাম, অভিভাক সদস্য মোঃ আকরাম হোসেন, আলাউদ্দিন আকন্দ প্রমূখ।
বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক লতা আক্তার।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাদ পরিচালনা করেন মাওলানা মোঃ জালাল উদ্দিন।
উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক ১৯৯০ সালের ১৬ মে উপজেলার চৌপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে চাকুরীতে যোগদান করেন এবং প্রায় ৩৫ বছর কর্মজীবন শেষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি ২০১০ সালে সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হন এবং শিক্ষামন্ত্রণালয়ের তত্বাবধানে ২০১৭ সালে শিক্ষা সফরে ভারতে ভ্রমন করেন। এছাড়া তিনি উপজেলা পর্যায়ে প্রাথমিক সমাপনি পরীক্ষা কেন্দ্রের হল সুপার, গণিত বিষয়ে শিক্ষক ট্রেইনার ও গণিতের প্রধান পরীক্ষক সহ বিভিন্ন গিুরুত্বর্পুণ বিষয়ে দায়িত্ব পালন করেছে।