সারচার্জ বিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত হোল্ডিং মালিকগণ ও ব্যবসায়ীগণ এ সুবিধা নিতে পারবেন। পৌরকরের বকেয়ার সারচার্জ মওকুফসহ হাল (২০২৪-২০২৫) সনের চার কিস্তির উপর ১০% রেয়াতের সুবিধা এবং সারচার্জ বিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
মঙ্গলবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৮৬ সালের সিটি কর্পোরেশন ট্যাক্সেশন আইনের ৯ (ররর) ধারা মোতাবেক বকেয়ার উপর সারচার্জ মওকুফসহ ২০২৪-২০২৫ অর্থ বছরের চার কিস্তির উপর ১০% রেয়াতের সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০শে সেপ্টেম্বর-২০২৪ এর পরিবর্তে ৩০শে নভেম্বর-২০২৪ ইং তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উক্ত সুবিধাসমূহ গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে সম্মানিত মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।