২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৭:৪২:২২ পূর্বাহ্ন


গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৪
গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইয়ামিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) সকালেউপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, ড্রাগন চুরি ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল ওই ফলের বাগানে। সোমবার সকালে ইয়ামিন নামের ওই যুবক বাগানের পাশে তাদের ধানের জমিতে পানি দেওয়ার জন্য যান।

এ সময় খোলা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।

তবে অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তাহস্তর করা হয়। 

এদিকে, গ্রেপ্তার আতঙ্কে ওই ড্রাগন ফল বাগানের মালিক গা ঢাকা দিয়েছেন।

 এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে বলেও জানান গোদাগাড়ী থানার ওসি তদন্ত।