২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৭:৩৫:৪২ পূর্বাহ্ন


পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-সহ মাদক কারবারী ডালিম গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২৪
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-সহ মাদক কারবারী ডালিম গ্রেফতার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-সহ মাদক কারবারী ডালিম গ্রেফতার


রাজশাহী পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-সহ মোঃ ডালিম হোসেন (৩৮), নামে এক মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারী: মোঃ ডালিম হোসেন (৩৮), সে রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া এলাকার মৃত ইউসূফ আলীর ছেলে। 

শনিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, জানতে পারে জনৈক মাদক কারবারীরা রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর পশ্চিমপাড়া এলাকায় গাঁজার একটি বড় চালান-সহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ৪০কেজি গাঁজা-সহ ডালিম হোসেনকে গ্রেফতার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ১জন মাদক কারবারী রাতের আধারে পালিয়ে যায়। 

জিজ্ঞাসাবাসে গ্রেফতার মাদক কারবারী ডালিম জানায়, সে এবং পলাতক আসামি নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে গ্রেফতার মাদক কারবারীকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।