১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ০৩:২১:২৭ অপরাহ্ন


বাড়ির সব কাজ অনায়াসে করে দেবে টেসলার মানুষ রোবট
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৪
বাড়ির সব কাজ অনায়াসে করে দেবে টেসলার মানুষ রোবট ছবি: সংগৃহীত


বাড়ির কাজের লোকের দিন শেষ হচ্ছে? আর পরিচারক নয়, রোবটেই করে দেবে বাড়ির সব কাজ। কল্পবিজ্ঞান নয়,বাস্তব। মঙ্গল গ্রহে পাকাপাকি বসবাস থেকে টানেলে চুম্বক যানে যাত্রা। সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞানকে হার মানায় টেক জায়েন্ট শিল্পপতি ইলন মাস্কের একের পর প্রজেক্ট।

এবার মাস্ক বাজারে আনছেন এমন এক রোবট যা শুধু কল্পবিজ্ঞানেই দেখা গিয়েছে। ক মাস আগে মাস্কের কোম্পানি টেসলা বাজারে এনেছিল ওপটিমাস নামে এক রোবট। মানুষের মত হাঁটতে চলতে, কথা বলতে পারে ওপটিমাস বিভিন্ন কলকারাখানা, ব্যবসা বানিজ্যের কাজে লাগানো যায়। ওপটিমাসে এবার আরও বেশ কিছু তাক লাগানো আপডেট করে বাজারে আসছে 'ওপটিমাস জেন ২'।

টেসলার সেই 'ওপটিমাস টু' এবার শুধু হাঁটা-চলা নয়, অফিস,বাড়ির সব কাজ করতে পারবে। জল নিয়ে আসা থেকে শুরু করে চেয়ার টেবিল পরিষ্কার, জামাকাপড় গুছিয়ে রাখা সব কাজ করতে পারবে। সঠিকভাবে খাবার পরিবেশন থেকে তরল পানীয় ঠিকমত পাত্রে ঢালা। সব কাজেই দক্ষ 'ওপটিমাস টু'।

ফিঙ্গার সেন্সর সহ আগের চেয়ে অনেক বেশী তথ্য সমৃদ্ধ হয়ে আরও বেশী মানুষ হয়ে উঠেছে মাস্কের টেসলার রোবট 'ওপটিমাস'জেন ২। মাস্কের দাবি, অফিস আর বাড়ির সব কাজ করে দেবে ওপটিমাস টু। এখন এই রোবট কিনতে পারে যাবে ২০ হাজার থেকে ৩০ হাজার মার্কিন ডলারে। মানে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা। ওপটিমাস টু-এর দাম আগের চেয়ে অনেকটা কমিয়েছে টেসলা। মাস্কের দাবি, দুনিয়ার ৮ বিলিয়ন মানুষের জীবন বদলে দেবে 'ওপটিমাস টু'। কী কী কাজ অনায়াসে করে দেবে ওপটিমাস টু ১) দোকান বাজার করে আনা, ২) ঘর পরিষ্কার, ৩) কুকুরকে হাঁটিয়ে নিয়ে আসা, ৪) বাড়ির বৃদ্ধ-বৃদ্ধাদের বাইরে নিয়ে যাওয়া, ৫) খেতে দেওয়া, ৬) সরল বেশ কিছু নির্দেশ পালন করা, ৭) নি:সঙ্গতা কাটানো।