পাবনার ভাঙ্গুড়ার দিলপাশার কালিমাতা মন্দিরের ১ লাখ ১৫ হাজার আত্মসাতের অভিযোগ উঠেছে অশোক কুমার ঘোষ প্রণো নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান। এদিকে টাকা ফেরত না পেয়ে এবার ওই মন্দিরে দুর্গাপূজা আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, মন্দির কমিটির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অশোক কুমার ঘোষের নিকট ওই মন্দিরের ১ লাখ ১৫ হাজার টাকা জমা রয়েছে। টাকা ফেরত না দিয়ে তিনি তা আত্মসাতের চেষ্টা করছেন। মন্দির কমিটির সদস্যরা তার কাছে বিভিন্ন সময় টাকা ফেরত চাইতে গেলে, তিনি টাকা না দিয়ে নানা টালবাহানা করেন। এ ছাড়া সরকার পরিবর্তনের পর থেকে তিনি এলাকায়ও তেমন একটা থাকছেন না। এতে করে মন্দিরটিতে দুর্গোৎসব পালন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুবোধ কুমার ঘোষ বলেন, বেশ কয়েকবার তার কাছে মন্দিরের টাকা ফেরত চাওয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না। মন্দির কমিটির সভাপতি সমরেন্দ্র ঘোষ বলেন, তিনি প্রভাব খাটিয়ে মন্দিরের টাকা নিজের হাতে রেখেছেন।
মঙ্গলবার শারদীয় দুর্গাদেবীর আসন গ্রহণ। এখনো তিনি টাকা না দেয়ায় পূজার আয়োজন করা যাচ্ছে না।
অভিযোগের বিষয়ে অশোক কুমারের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।