২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:০৯:২৯ পূর্বাহ্ন


ম্যাজিস্ট্রেট ঊর্মিকে গ্রেফতারের দাবিতে পুঠিয়ায় বিক্ষোভ!
মেহেদী দাম (পুঠিয়া প্রতিনিধি):
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৪
ম্যাজিস্ট্রেট ঊর্মিকে গ্রেফতারের দাবিতে পুঠিয়ায় বিক্ষোভ! ম্যাজিস্ট্রেট ঊর্মিকে গ্রেফতারের দাবিতে পুঠিয়ায় বিক্ষোভ!


শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি উঠেছে। একই সাথে তাকে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন কমিটি।

মঙ্গলবার (৮অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে পুঠিয়া উপজেলা গেটের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা।

বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের উপদেষ্টা রোকনুজ্জামান রিকো বলেন, সেই ম্যাজিস্ট্রেট ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এসময় তারা বীর শহীদ আবু সাঈদকে নিয়ে মন্তব্য করা ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে মন্তব্য করায় ঊর্মির স্থায়ী বহিস্কারের দাবি জানান। দ্রুততম সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও জানান তারা। 

এবিষয়ে পুঠিয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নেতা তানভীর আহমেদ ও শাফিন আহমেদ বলেন, একজন রাষ্ট্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত এবং তার শাস্তির দাবি জোর দাবি জানাচ্ছি।