সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগামীকাল ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হতে যাচ্ছে মোহনপুরে ১৫ টি মন্ডপে।এবারে দেবী দূর্গা দোলায় আসছে আর চলে যাবে ঘোড়ায়। পূজা ঘিরে উৎসবের কমতি নেই। মন্ডপে মন্ডপে রং-তুলি আর সাজসজ্জার কাজ শেষ।
প্রতিবারের মতো এবারেও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে চান দর্শনার্থীরা। দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তা দাবি করেছেন পূজা উদযাপন পরিষদ।সে উপলক্ষে রাজশাহীর মোহনপুর থানা পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার বিষয়ে গ্রাম-পুলিশদের ব্রিফিং প্যারেড এ নিরাপত্তা জোরদারে জন্য দিকনির্দেশনা দিয়েছেন মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান।
এছাড়াও আনছার,ভিড়িপি মন্ডপে মন্ডপে তাদের দ্বায়িত্ব পালন করবেন।এবং পুলিশ,র্যাব,সেনাবাহিনী পর্যাবেক্ষণ ও টহল দিবেন।পাশাপাশি বিএনপি ও জামায়েত ইসলামী দল সার্বিক ভাবে সহযোগিতা করবেন।
এর আগে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা গ্রাম পুলিশকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। ইউএনও, ওসি প্রতি নিয়ত থানা এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে এবং সার্বিক বিষয় খোঁজখবর নিচ্ছেন।
মন্ডপ গুলো হলো,মোহনপুর উপজেলা কেন্দ্রীয় মন্দির বিদ্যাধরপুর,মোহনপুর সদর কেন্দ্রীয় মন্দির,খাঁড়তা দূর্গা মন্দির,পারিলা ডাংগা দক্ষিণ পাড়া দূর্গা মন্দির,বেলনা পাল পাড়া সার্বজনীন দূর্গা মন্দির,বেলনা ষষ্ঠীতলা দূর্গা মন্দির,বেলনা শিবতলা দূর্গা মন্দির, মহিষকুন্ডি দূর্গা মন্দির,ধামিন নঁওগা কল্যান মন্দির,ভড়বড়াইল দূর্গা মন্দির, মুকিমপুর হাটরা সার্বজনীন দূর্গা মন্দির, ঘাসিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দির,মেলান্দি সার্বজনীন দূর্গা মন্দির, বরইকুড়ি সার্বজনীন দূর্গা মন্দির, বিষহরা দূর্গা মন্দির।