২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:২০:০০ অপরাহ্ন


ট্রেনের দরজা দিয়ে উঁকি, পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৪
ট্রেনের দরজা দিয়ে উঁকি, পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিশুর মৃত্যু


নাটোরের নলডাঙ্গায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে উঁকি দেওয়ার সময় রেলওয়ের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচিত (১৫) এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের দরজার বাইরে মাথা বের করে বাহিরের দৃশ্য দেখছিল শিশুটি। ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশন পার করার সময় মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিশুটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধনগর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ইমদাদুল হক মিলন বলেন, রংপুর এক্সপ্রেসটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়েছে।