২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:২১:৩৩ পূর্বাহ্ন


রাজশাহী মহানগর বিএনপির সাথে রাবি ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৪
রাজশাহী মহানগর বিএনপির সাথে রাবি ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগর বিএনপির সাথে রাবি ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি; উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও অর্থপূর্ণ সহাবস্থান এবং শহীদ জিয়া কর্তৃক ঘোষিত ১৯ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে  রাজশাহী মহানগর বিএনপির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সর্দার রাশেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব মো. এডভোকেট এরশাদ আলী (এশা)।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আলী (ইশা) বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দেশের জন্য বিরতিহীনভাবে কাজ করে আসছে৷ অতীত ইতিহাস থেকে দেখা যায় দেশের সকল স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে ছাত্রদল। ২৪'র এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে ছাত্রদল। আমি বিশ্বাস করি ছাত্রদল তার ধারাবাহিকতা রক্ষা করে স্বমহিমায় এগিয়ে যাবে৷

সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। অতীতে যেমন সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল, সামনেও রাবি ছাত্রদল থাকবে ইনশাআল্লাহ। ক্যাম্পাসে আর কোন দখলদারিত্বের রাজনীতি চলবে না, সিট বাণিজ্যে, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে বিশ্বাস করে না ছাত্রদল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের  স্পিরিট ধরে রাখা জন্য এবং ক্যাম্পাসে সকল প্রকার বৈষম্য দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সহযোগিতা করবে ছাত্রদল।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জনাব মো. নজরুল হুদা এবং রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. মামুন অর রশিদ (মামুন)।