১২ অক্টোবর ২০২৪, শনিবার, ০৭:১১:০৩ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৪
রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২


রাজশাহী মহানগরীতে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় মহানগরীর কাটাখালী থানার আশরাফের মোড় হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ শাকিল হোসেন (৩০) ও মোঃ সাদেকুল ইসলাম সাজদার (২৫)। শাকিল রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকার মোঃ আলমের ছেলে ও সাদেকুল একই থানার চরখিদিরপুর এলাকার মোঃ বেচ্ছাদ আলীর ছেলে।

অভিযানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কাটাখালী থানার আশরাফের মোড়ে দুইজন ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টায় সেখানে অভিযান চারিয়ে শাকিল ও সাদেকুরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।