০৬ অক্টোবর ২০২৪, রবিবার, ১২:২২:৩৮ পূর্বাহ্ন


ভাঙ্গুড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৪
ভাঙ্গুড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু ভাঙ্গুড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু


পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে আমির হামজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ঐ গ্রামের জাকির হোসেনের ছেলে।

এ ব্যাপারে হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী জানান, আমির হামজা বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরতে একটি ছোট্ট ডিঙ্গি নৌকার মাথায় বসে বৈঠা টানছিল। সে সময় তার সঙ্গে আর কেউ ছিলনা। নৌকাটি তাদের বাড়ির ঘাটে ভিরতে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায় আমির হামজা।

অনেক খোঁজাখুঁজির পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী জানান, স্কুলটির অবস্থান নিচু এলাকায় হওয়ায় অধিকাংশ ছাত্র-ছাত্রীদের নৌকায় পারাপার হতে হয়। ঘটনাটি একটি মর্মান্তিক বলে তিনি জানান। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।