২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১২:১২:৫৪ পূর্বাহ্ন


চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২৪
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক


চুয়াডাঙ্গায় ফেনসিডিল-সহ শাশুড়ি এবং জামাইকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

শনিবার বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে ২৮০ বােতল ফেনসিডিল-সহ তাদের আটক করা হয়।

আটককৃত চায়না খাতুন (৩৭) জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী এবং রাজা মিয়া (২৮) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দর্শনা মোহাম্মদপুর এলাকায় আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে ২৮০ বােতল ভারতীয় ফেনসিডিলসহ চায়না খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে আটক করে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।