নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালপুর পৌর বিএনপি। শনিবার বিকেলে গোপালপুর পৌর বিএনপির উদ্যেগে গোপালপুর পৌরসভার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে রিক্সা স্টান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক ও গোপালপুর পৌরসভার কাউন্সিলর আবু সাইদ, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক ভুবন, পৌর ছাত্র দলের আহ্বায়ক হাসান, পৌর ছাত্র দলের সদস্য সচিব সুমন আলী প্রমুখ।