২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৩৮:৪১ পূর্বাহ্ন


ইজরায়েলি রকেট হামলায় মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৪
ইজরায়েলি রকেট হামলায় মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই ছবি: সংগৃহীত


চরম উত্তেজলা তৈরি হয়েছে ইজরায়েল এবং লেবাননের মধ্যে। লেবাননে আশ্রয় নেওয়া হিজবুল্লা জঙ্গিদের শায়েস্তা করতে গতকাল লাগাতার রকেট হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। প্রায় ৬০০ রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। তাতে লেবাননে মৃত্যু মিছিল শুরু হয়েছে।

গতকাল প্রথমে জানা গিয়েছিল ইজরায়েলি রকেট হামলায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে।

কিন্তু সময় যত এগিয়েছে তত মৃতের সংখ্যা বেড়েছে। প্রায় ৫০০ ছুঁই ছুঁই মৃতের সংখ্যা। আহতের সংখ্যাও নেহাত কম নয়। প্রায় ১০০ জনের মতো আহত হয়েছেন।

ইতিমধ্যেই ইরান সীমান্তের বাসিন্দাদের সতর্ক করেছে লেবানন সরকার। তাঁদের অবিলম্বে এলাকা খালি করার অনুরোধ জানানো হয়েছে। ইরানের সাহায্য নিয়ে লেবাননে একাধিক বাড়িতে অস্ত্র মজুত করছে হিজবুল্লা জঙ্গিরা। এমনই খবর পেয়েছে ইজরায়েল। নেতানিয়াহু লেবাননের বাসিন্দাদের সতর্ক করে বলেছেন হিজবুল্লারা তাঁদের ব্যবহার করছে। তাঁরা যেন সতর্ক থাকেন।

২০০৬ সালের পর সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে ইজরায়েল। মৃতদের মধ্যে ৩৫ জন শিশু এবং ৫৮ জন মহিলাও রয়েছে। এখনও সেই হামলার ধাক্কা সামলে উঠতে পারেনি লেবানন। সেখানে বসবাসকারী বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছেন লেবানেন পুলিশ-প্রশাসন। ইজরায়েল এই বিধ্বংসী হামলা চালানোর পর দাবি করেছে হিজবুল্লা জঙ্গিরা লেবানেনের সাধারণ মানুষকে ব্যবহার করে সেখানে অস্ত্র এবং বিস্ফোরক মজুত করছে।

প্রমাণ হিসেবে তার ভিডিও শেয়ার করেছে ইজরায়েল। কীভাবে হিজবুল্লা জঙ্গিরা বিস্ফোরক এবং অস্ত্র মজুত করছে সেখানে। লেবাননের দক্ষিণ দিকের অংশের বাসিন্দাদের এলাকা খালি করার অনুরোধ জানিয়েছে ইজরায়েলি সেনা। তারা দাবি করেছেন হিজবুল্লা জঙ্গিরা সেখানকার বাসিন্দাদের জোর করে সেখানে থাকতে বাধ্য করছে।

এদিকে ইজরায়েলি সেনার হামলার পাল্টা আক্রমণ শুরু করেছে হিজবুল্লারাও। ইতিমধ্যেই ইজরায়েলকে নিশানা করে পাল্টা ২০০ রকেটের হামলা চালিয়েছে হিজবুল্লারা। ইজরায়েলের উত্তর সীমান্তে তারা রকেট হামলা চালাচ্ছে। উত্তর ইজরায়েলের হাইফা, আফুলা, নাজারেথে রকেট বর্ষণ করে চলেছে হিজবুল জঙ্গিরা। ইরান মিসাইল দিয়ে তাদের সাহায্য করছে বলে জানা গিয়েছে।