২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৫:১৮:১৬ অপরাহ্ন


রাজশাহীতে মুকুলের বিরুদ্ধে ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ
চিফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ২১-০৯-২০২৪
রাজশাহীতে মুকুলের বিরুদ্ধে ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ রাজশাহীতে মুকুলের বিরুদ্ধে ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ


রাজশাহীতে মুকুলের বিরুদ্ধে ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে লিগ্যাল নোটিশ দিয়েছেন গোলাম সারওয়ার নামের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মোখলেসুর রহমান মুকুল কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার ওয়াজনবীর ছেলে। তিনি রাজশাহী মহানগর আওমীলীগ নেতা ও মেসার্স মুন এন্টারপ্রাইজ এর প্রোপাইটার।  

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী গোলাম সারওয়ারের পক্ষে অ্যাডভোকেট কে, এম, ইফতেখার হামিদ (শ্যামল) এ নোটিশটি জারি করেন। নোটিশে তিনি উল্লেখ করেন,  আমার মোয়াক্কেল জনাব গোলাম সারওয়ার, আপনার সাথে যৌথ ব্যবসার অংশীদার হিসাবে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছেন এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মুন এন্টার প্রাইজ নামীয় ঠিকাদারী ব্যবসায় অর্থ বিনিয়োগ করিয়াছেন। 

বিনিয়োগকৃত অর্থ আপনি তার ব্যাংক হিসাব হইতে উত্তোলন করিবার জন্য আমার মোয়াক্কেল ব্যবসায়িক বিশ্বাসের ভিত্তিতে আপনাকে আমার মোয়াক্কেলের নামীয় সাউথ ইয় ব্যাংক, কুমারপাড়া শাখা, ন্যাশনাল ব্যাংক লিঃ, রাজশাহী শাখার নিজ নামীয় এবং প্রতিষ্ঠান আল হাদী ট্রেডার্স নামীয় হিসাবের স্বাক্ষরিত কিছু ফাঁকা চেক প্রদান করিয়াছিলেন। আপনি যৌথ ব্যবসায় বিনিয়োগের নিমিত্তে আমার মোয়াক্কেলের নামীয় ব্যাংক হিসাব হইতে তার স্বাক্ষরিত ফাঁকা চেকগুলি আপনি নিজে ব্যবহার করিয়া আপনার শ্যালক কনক, ভাইরা আপন, ম্যানেজার হারুন ও মাইনুল এর মাধ্যমে ব্যবহার করিয়া ব্যবসায় বিনিয়োগের জন্য প্রায় ৯,৫০,০০,০০০/- (নয় কোটি পঞ্চাশ লক্ষ) টাকা ব্যাংক হিসাব হইতে উত্তোলন করিয়াছেন। 
আমার মোয়াক্কেল আপনাকে বারংবার যৌথ ব্যবসার হিসাব দাখিলের জন্য অনুরোধ করিলে এবং আমার মোয়াক্কেলের স্বাক্ষরিত অব্যবহৃত প্রায় ৩০/৪০ টি ফাঁকা চেকগুলি ফেরত দানের অনুরোধ করিলে আপনি আজ, কাল করিয়া কালক্ষেপন করিতেছেন।

এমতাবস্থায়  লিগ্যাল নোটিশ দ্বারা আপনাকে অনুরোধ করা যাইতেছে যে, অত্র লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আপনি আমার মোয়াক্কেলের বিনিয়োগকৃত অর্থের যৌথ ব্যাবসার হিসার দাখিল করিবেন এবং আমার মোয়াক্কেলের স্বাক্ষরিত অব্যবহৃত ফাঁকা চেকগুলি ফেরত প্রদান করিবেন। ইহার ব্যতায় হইলে আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য হইবেন।