২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৮:২২:২৫ পূর্বাহ্ন


রাজশাহী বিভাগে একদিনে ৮৮২ জন কোভিড আক্রান্ত
মঈন উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
রাজশাহী বিভাগে একদিনে ৮৮২ জন কোভিড আক্রান্ত ফাইল ফটো


গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগজুড়ে আরও ৮৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪ হাজার ৪৫৮ জনে। এ পর্যন্ত বিভাগে ১ হাজার ৬৯৬ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দফতর।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত একদিনে বিভাগে সর্বোচ্চ ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহীতে। বিভাগে করোনার হটস্পট হয়ে উঠেছে এই জেলা। এ ছাড়া বগুড়ায় ২০০, পাবনায় ১০৯, নওগাঁয় ৭৬, সিরাজগঞ্জে ৭১, জয়পুরহাটে ৪৪, নাটোরে ৩১ এবং চাঁপাইনবাবগঞ্জে ২৪ জনের করোনা ধরা পড়েছে।

বিভাগজুড়ে এ পর্যন্ত সর্বোচ্চ ৬৮৯ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩২৭, নাটোরে ১৭৫, চাঁপাইনবাবগঞ্জে ১৫৯, নওগাঁয় ১৪৫, সিরাজগঞ্জে ৯৬, জয়পুরহাটে ৬৫ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ