১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৫২:০৯ পূর্বাহ্ন


নাইজেরিয়ার কারাগার থেকে পালালো প্রায় ৩০০ বন্দি
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৪
নাইজেরিয়ার কারাগার থেকে পালালো প্রায় ৩০০ বন্দি নাইজেরিয়ার কারাগার থেকে পালালো প্রায় ৩০০ বন্দি


নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদিগুরি শহরের একটি কারাগার থেকে গত সপ্তাহে অন্তত ২৮১ জন বন্দি পালিয়ে গেছেন। বন্যায় কারাগারের দেয়াল ধসে পড়লে পালিয়ে যান তারা।

গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটির কারা কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানায়, পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে নিরাপত্তা সংস্থাগুলো অভিযান চালিয়েছিল। অভিযানে ৭ বন্দিকে আটক করা হয়েছে। পালিয়ে বেড়ানো বাকি বন্দিদেরও আটকের চেষ্টা চলছে।

জানা যায়, বন্যার পানিতে মাইদিগুরি এলাকার ঐ কারাগারটির একাংশ ধসে পড়ে। পালিয়ে যায় কমপক্ষে ২৮১ কয়েদি। গত সপ্তাহে লাগাতার বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় নাইজেরিয়া।