১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৮:৪৪:২৮ পূর্বাহ্ন


লাশ পোড়ানোয় ‘জড়িত’ আরাফাত ৩ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৪
লাশ পোড়ানোয় ‘জড়িত’ আরাফাত ৩ দিনের রিমান্ডে লাশ পোড়ানোয় ‘জড়িত’ আরাফাত ৩ দিনের রিমান্ডে


ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের দিন ঢাকার আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ইন্সপেক্টর আরাফাত হোসেনেকে হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আশুলিয়া থানায় হওয়া ওই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী সরকার পুলিশকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটে রাজধানীসহ সারা দেশে। 

এমনই এক ঘটনা ঘটে ৪ আগস্ট আশুলিয়া বাইপাইল এলাকায়। সেদিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাদ থেকে গুলি করে পুলিশ। এতে পায়ে গুলিবিদ্ধ হন এআইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউসানি শিপু। তার করা মামলায় ডিবির সাবেক পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে তোলা হয় আদালতে। 

এজলাসে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আরাফাতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আসামি আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় চাকরি পেয়েছেন উল্লেখ করে দলীয় স্বার্থসিদ্ধি করেছে অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আওয়ামী পরিবারের সন্তান ছিলেন আরাফাত। স্নাইপার ব্যবহার করে গুলি করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী কোথাও স্নাইপার ব্যবহার করার অনুমতি নেই।

 আর আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীনের দাবি, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে শুধু উপরের নির্দেশ পালন করেছেন আরাফাত। তাই মূল আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

মোর্শেদ হোসেন শাহীন বলেন,  ইনভেস্টিগেশন না করে মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। যদিও আরাফাত উপরের নির্দেশ মেনে কাজ করেছে, তার দোষ ছিল না। মূল আসামিদের আইনের আওতায় আনতে হবে, তাকে নয়।

গত বুধবার (১১ সেপ্টেম্বর) হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ১০ নম্বর আসামি আরাফাত। শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব ৩- এর একটি দল।