কক্সবাজারের উখিয়ার হাকিম পাড়া রোহিঙ্গাউখিয়া ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহাদ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভারী বৃষ্টির কারণে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ব্লক ই-২ ভূমিধসের ঘটনাটি ঘটে । এতে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
টেম্পের হাট মাঝি কোভিদ আহমদ জানান, প্রবল বর্ষণে পাহাড় ধ্বসে মাটি আব্দুর রহিমের ঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। ওই সময় ঘরটি দুমড়ে মুছড়ে যায়।
খবর পেয়ে ক্যাম্প প্রশাসন পরিদর্শন করেন। এপিবিএন পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার করেছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
নিহতের স্বজনরা জানায়, রাত ২টা দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে দেখেন স্বপরিবারে মাটিচাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।