২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৯:২০:৫৮ পূর্বাহ্ন


রাজশাহীতে শিক্ষার্থীদের মানববন্ধন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
রাজশাহীতে শিক্ষার্থীদের মানববন্ধন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের ফাইল ফটো


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান স্থগিত পরীক্ষা আবারও নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় পরীক্ষা চালুর আশ্বাসের পর রাজশাহীতে চার দিনব্যাপী চলা আন্দোলন কর্মসূচি গতকাল মঙ্গলবার দুপরে স্থগিত করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চার দিন ধরে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও রাস্তায় বসে প্রতীকী পরীক্ষা দেওয়ার মতো ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিলেন রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভুক্তভোগী শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ীমঙ্গলবার সকালেও স্থগিত হওয়া পরীক্ষা চালুর দাবিতে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মিছিলটি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালিয়াপুকুর এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী অঞ্চলের পরিচালক ফয়জুল করিম। এসময় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলে ঘোষণা দেন আগামী ৭ ফেব্রুয়ারি থেকে স্বাস্থবিধি মেনে স্থগিত পরীক্ষা নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী অঞ্চলের পরিচালকের এমন ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীরা তাদের মঙ্গলবারের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন এবং পরবর্তী কর্মসূচি স্থগিত করেন।

এর আগে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচি চলাকালে রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো: জাকারিয়া, বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম, নওশাদ শেখ শফিকুল ইসলাম প্রমুখ শিক্ষার্থী বক্তব্য রাখেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন। 

রাজশাহীর সময় /এএইচ