১২ অক্টোবর ২০২৪, শনিবার, ০৭:১৫:৫৬ পূর্বাহ্ন


মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২৪
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ফাইল ফটো


টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হ‌য়ে‌ছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা ও গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকায় এসব ঘটনা ঘ‌টে।

নিহত‌দের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। দেওহাটা এলাকায় নিহত সোনামুদ্দিনের (৭০) বাড়ি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোট বহুরিয়া গ্রামে।

পুলিশ জানায়, আজ সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফতেপুর ইউনিয়নের শুভুল্যা নামক স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হন। এ ছাড়া মহাসড়কের দেওহাটা এলাকায় সড়ক পারাপা‌রের সময় সোনামুদ্দিন নিহত হন।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, খবর পে‌য়ে মর‌দেহ দুটি উদ্ধার করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া ‌শে‌ষে স্বজন‌দের কা‌ছে মর‌দেহ হস্তান্তর করা হ‌বে।