১২ অক্টোবর ২০২৪, শনিবার, ০৬:০৪:৩৭ পূর্বাহ্ন


সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২৪
সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৪ ছবি: সংগৃহীত


সিরিয়ার মধ্যাঞ্চলে সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। 

হাসপাতালের এক ডিরেক্টরের বরাত দিয়ে সংবাদসংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে হামা প্রদেশের মাসিয়াফের আশেপাশে এই হামলায় আরও ৪৩ জন আহত হয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক মনিটরিং গ্রুপ এর আগে জানায়, হামলায় অন্তত চার সেনা ও তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে। সেইসঙ্গে সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনা ধ্বংস হয়েছে। সেখানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অবস্থান ছিল। 

সিরিয়ার সামরিক সূত্রের বরাতে সানা আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম লেবাননের উপর দিয়ে ইসরায়েলি বিমান কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় রোববার রাত ১১টা ২০ মিনিটে হামলা হয়েছে। 

সামরিক ওই সূত্র আরও জানিয়েছে, আমাদের আকাশ প্রতিরক্ষা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সানার প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় স্থানীয় এক হাইওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে হেইর আব্বাস এলাকায় আগুন ধরেছে।