১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:০৮:১৪ পূর্বাহ্ন


রাজশাহীতে আড়াই ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৪
রাজশাহীতে আড়াই ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রাজশাহীতে আড়াই ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত


রাজশাহীতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাতটা ১০ মিনিট থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কখনো থেমে থেমে, আবার অঝোরধারায় বৃষ্টি চলছে। অবিরাম চলা বৃষ্টিপাত সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঝরেছে ১০ মিলিমিটার। 

সাত সকালের প্রায় আড়াই ঘণ্টার এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে পানি। এই বৃষ্টির কারণে সব থেকে বেশি বেগ পেতে হচ্ছে কর্মজীবী এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে নিজ নিজ গুণ তবে ছুটতে হচ্ছে। সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, তাদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

ব্যাটারিচালিত রিকশা চালক রনি বলেন, সকালের এই সময়টা আমাদের কাজের সময়। বৃষ্টি সকালে শুরু হয়েছে। এই বৃষ্টিতে ভিজে ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। শরীরে রেইনকোট থাকলেও তাতে বৃষ্টি মানছে না। একটা ভাড়া নামিয়ে আরেকটা ভাড়া তুলতে শরীর ভিজে যাচ্ছে। আর এ সময়টা বসে থাকলে সারাদিন কাজ কম হবে

কলেজ শিক্ষার্থী নন্দিনী সরকার বলেন, কলেজে একটু কাজ আছে। যেতে হবে। বৃষ্টিতে সঙ্গে ছাতা থাকলেও শরীর বা কাপড় ভিজে যায়। অটোতে বসলেও শরীরে পানি পড়ে। বৃষ্টি উপেক্ষা করে যেতে হবে, কিছু করার নাই। 

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা বেগম বলেন, রাজশাহীতে সকাল ৭টা ১০ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার। 

তিনি আরও বলেন, গত এক সেপ্টেম্বর বৃষ্টি হয়েছে ৪ দশমিক ৫ মিলিমিটার। তার আগের দিন বৃষ্টিপাত হয়েছে ৫ দশমির ৪ মিলিমিটার।