১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪৯:০২ পূর্বাহ্ন


রাণীশংকৈলে মাদক কারবারির ছয় মাসের জেল
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৪
রাণীশংকৈলে মাদক কারবারির ছয় মাসের জেল রাণীশংকৈলে মাদক কারবারির ছয় মাসের জেল


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রামমান আদালতে সুশান্ত রায়(২৮)নামে এক মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ আদেশ প্রদান করেন।

সুশান্ত রায় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের দীনেজ চন্দ্র রায়ের ছেলে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ মামুন জানান, ঘটনার দিন রাতে সে রানীশংকৈল থেকে তার নিজ বাসা গোগরে ফিরছিলেন। ফেরার পথে রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কের পুরাতন সেন্টার নামক স্থানে ব্রিজের উপর সে কয়েক জন যুবককে দেখতে পায়। তাদের দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামুন। এ সময় সুশান্ত রায়ের কাছে ছয় পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাৎক্ষণিক ইউএনওকে খবর দিলে ইউএনও'র নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সুশান্ত রায় ও সন্দেহভাজন আরো দু'জনকে আটক করে নিয়ে যায়। আটকের পর সন্দেহভাজন দু'জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে এদিন রাত ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকসহ আটক হওয়া সুশান্ত রায়কে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ভ্রাম্যমান আদালতে  মাদক আইনে ওই মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।