১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৪২:২৫ পূর্বাহ্ন


আদিবাসী নির্যাতন বন্ধ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৪
আদিবাসী নির্যাতন বন্ধ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন আদিবাসী নির্যাতন বন্ধ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন


সমতলের আদিবাসী নির্যাতন বন্ধ ও আদিবাসীদের নিরাপত্তার দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে আজ সকাল ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি,সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়ার,জাতীয় আদিবাসীপরিষদের প্রেসিডিয়াম সদস্য সুষেন কুমার,  গোদাগাড়ী থানা সাধারণ সম্পাদক সোনা বাবু,জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য রাজ কুমার শাও,আদিবাসী নেতা বঙ্গপাল, আদিবাসী নেতা সুভাষ মাহাতো, ললিতা মোহন,রবিন হেমব্রম, সভাটি পরিচালনা করেছেন আদিবাসী নেতা ছোটন বিশ্বাস।

সভায় বক্তাগণ বলেন বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামে আদিবাসীরা রাজপথে ছিল,তার পরেও কেন আদিবাসীদের উপর নির্যাতন করা হবে।বক্তাগণ আদিবাসী নির্যাতন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান এবং আদিবাসীদের আদিবাসি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ সমতলের আদিবাসীদের ভূমি রক্ষার জন্য পৃথক ভূমি কমিশন প্রতিষ্ঠার দাবি জানান।