সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর করেছে দূস্কৃতিকারীরা।
রবিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে অবস্থিত পত্রিকা অফিসে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্রদ্বারা সিটি ক্যামেরা ভাংচুর করে এবং অফিসের সার্টারপাল্লায় ককটেলের বিষ্ফোরণ ঘটায়। যাহা ভিডিও ফুটেজে দেখা যায়। এ নিয়ে সংশ্লিষ্ট পত্রিকায় কর্মরত সাংবাদিকরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান বলেন, সাংবাদিক কোন সংগঠনের নাহে। সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা এবং পত্রিকতা অফিসের ক্ষতিসাধন করে হিনমানসিকতার পরিচয় দিয়েছে হামলাকারীরা ।এ ঘটনার তিব্র নিন্দা প্রতিবাদ জানান তিনি । সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের আহবান জানান, ভিডিও ফুটেজ দেখে দোষিদের আইনের আওতায় আনা হোক।
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সভাপতি আব্দুল মুগণী নিরো বলেন, সাংবাদিকদের কর্মস্থল পত্রিকা অফিস। সেখানে ককটেল হামলা ও সিসি ক্যামেরা ভাংচুর করা। এটা রিতি মতো নোংড়ামির সামিল। এ ধরনের নোংড়ামি থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন, রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতি এহেসান হাবিব তারা-সহ একাধীক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।