আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ সদস্য (সিটিএসবি) সাইফুল ইসলামকে শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও সুস্থ্যতা কামনা করেন।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ নওশাদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ডাঃ নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।