১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৫৪:৪৪ পূর্বাহ্ন


দেশের অর্ধশতাধিক কলেজের এইচএসসি শিক্ষার্থীরা পরীক্ষায় ‘না বসার ঘোষণা’ দিলেন
শিক্ষা ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২৪
দেশের অর্ধশতাধিক কলেজের এইচএসসি শিক্ষার্থীরা পরীক্ষায় ‘না বসার ঘোষণা’ দিলেন ফাইল ফটো


কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার বিচার এবং গ্রেফতার হওয়া পরীক্ষার্থীদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন দেশের প্রায় অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৩১ জুলাই) কলেজগুলোর ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয়। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার করেন।

এর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও কলেজ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম, জয়পুরহাট সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, সিলেট, খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কুমিল্লা, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, পটিয়া সরকারি কলেজ, বানিয়াচং আইডিয়াল কলেজ, হবিগঞ্জ, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, দারুল উলুম কামিল মাদ্রাসা, চট্টগ্রাম, বরগুনা সরকারি কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সিলেট।

আরও আছে, ধামরাই সরকারি কলেজ, ঢাকা, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, মণিরামপুর মহিলা বিশ্ববিদ্যালয়, যশোর, ময়মনসিংহ সরকারি কলেজ, আটহাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম, চট্টগ্রাম কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা, শচীন্দ্র কলেজ, হবিগঞ্জ, আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা, কিশোরগঞ্জ, শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা, শহীদ স্মৃতি সরকারি কলেজ, ময়মনসিংহ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা, লক্ষ্মীপুর সরকারি কলেজসহ আরো কয়েকটি কলেজ।

বিবৃতিতে এসব কলেজের শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

তারা বলেন, আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে তারা পরীক্ষায় বসতে পারন না। এই আন্দোলনে তাদের সমর্থন রয়েছে।

তবে বিবৃতিগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিন্ন কোনো প্লাটফর্ম থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা যায়নি।