রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল ও গানপাউডার-সহ অস্ত্র কারবারী শ্রী সুদেব সরদারকে (২২), গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১১টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১টি গান পাউডার, ১টি ইজিবাইক উদ্ধার করা হয়।
গ্রেফতার শ্রী সুদেব সরদার (২২), সে রাজশাহীর গোদাগাড়ীর থানার মানন্ডই গ্রামের শ্রী রবি সরদারের ছেলে।
বুধবার (৩১ জুলাই) বিকালে র্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার অস্ত্র কারবারী শ্রী সুদেব পেশায় একজন ইজিবাইক চালক এবং কুখ্যাত অস্ত্র কারবারী। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী স্থান থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে রাজশাহী-সহ বিভিন্ন এলাকার অস্ত্র কারবারীদের কাছে বিক্রয় করে আসছিল। জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন নাশকতাকারীদের নিকট সরবরাহ করার জন্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছিল বলে জিজ্ঞাসাবাদে র্যাবের নিকট স্বীকার করে।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে আদালতের সমাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।