২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৬:১৬:০৭ পূর্বাহ্ন


৬দিন পেরুলেও পদ্মায় ডুবে নিখোঁজ যুবক আবিবের খোঁজ মেলেনি আজও !
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৪
৬দিন পেরুলেও পদ্মায় ডুবে নিখোঁজ যুবক আবিবের খোঁজ মেলেনি আজও ! ৬দিন পেরুলেও পদ্মায় ডুবে নিখোঁজ যুবক আবিবের খোঁজ মেলেনি আজও !


৬দিন পেরুলেও রাজশাহী মহানগরীর পদ্মা নদীতে ডুবে নিখোঁজ আবির হোসেনের (২৫) খোঁজ মেলেনি আজও।

নিখোঁজ আবির হোসেন মহানগরীর বোয়ালিয়া থানার রাণীনগর পানির ট্যাংকি এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। পেশায় আবির একজন কম্পিউটার অপারেটর।

পদ্মার পানিতে ডুবে নিখোঁজ আবিরের বন্ধু সজিব আলী জানায়, গত সোমবার (২২ জুলাই) দুপুর দেড়টায় ৬/৭জন বন্ধুদের সাথে শহীদ মিনার মাঠে ফুটবল খেলে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিলো আবির হোসেন। ওই সময় তার এক বন্ধু পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে আবির। তবে নদীর স্্েরাতে সে নিজেই পদ্মার পানিতে ডুবে যায়। 

ওইদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, মহানগর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে নেমে নিখোঁজ আবিরকে উদ্ধারকে চেষ্টা করছেন। ওই সময় আবিরের স্বজনরা, (রাসিক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর) আলিফ আল মাহমুদ লুকেন-সহ প্রায় ১হাজার স্থানীয়রা নদীর পাড়ে জড়ো হয়। পরে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যার্থ হয় ডুবুরিরা। পরেরদিনও একই ভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয় ডুবুরিরা। 

২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন বলেন, ৬দিন পেরুলেও নিখোঁজ আবির হোসেনের খোঁজ মেলেনি আজও। তার পরিবারের লোকজন ও স্বজনরা প্রত্যেকদিন নদীর পাড়ে গিয়ে বসে কান্নকাটি করছেন। তাদের প্রত্যাশা আবিরকে জিবিত অথবা মৃত ফিরে পাবেই তাঁরা। #

৬দিন পেরুলেও পদ্মায় ডুবে নিখোঁজ যুবক আবিবের খোঁজ মেলেনি আজও !

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ৬দিন পেরুলেও রাজশাহী মহানগরীর পদ্মা নদীতে ডুবে নিখোঁজ আবির হোসেনের (২৫) খোঁজ মেলেনি আজও।

নিখোঁজ আবির হোসেন মহানগরীর বোয়ালিয়া থানার রাণীনগর পানির ট্যাংকি এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। পেশায় আবির একজন কম্পিউটার অপারেটর।

পদ্মার পানিতে ডুবে নিখোঁজ আবিরের বন্ধু সজিব আলী জানায়, গত সোমবার (২২ জুলাই) দুপুর দেড়টায় ৬/৭জন বন্ধুদের সাথে শহীদ মিনার মাঠে ফুটবল খেলে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিলো আবির হোসেন। ওই সময় তার এক বন্ধু পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে আবির। তবে নদীর স্্েরাতে সে নিজেই পদ্মার পানিতে ডুবে যায়। 

ওইদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, মহানগর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে নেমে নিখোঁজ আবিরকে উদ্ধারকে চেষ্টা করছেন। ওই সময় আবিরের স্বজনরা, (রাসিক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর) আলিফ আল মাহমুদ লুকেন-সহ প্রায় ১হাজার স্থানীয়রা নদীর পাড়ে জড়ো হয়। পরে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় ডুবুরিরা। পরেরদিনও একই ভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয় ডুবুরিরা। 

২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন বলেন, ৬দিন পেরুলেও নিখোঁজ আবির হোসেনের খোঁজ মেলেনি আজও। তার পরিবারের লোকজন ও স্বজনরা প্রত্যেকদিন নদীর পাড়ে গিয়ে বসে কান্নকাটি করছেন। তাদের প্রত্যাশা আবিরকে জিবিত অথবা মৃত ফিরে পাবেই তাঁরা।