কোটা সংস্কারের ন্যায্য দাবিতে সর্বমতের শিক্ষার্থীরা যখন আন্দোলনরত সেই সময়ে সরকারের দায়িত্বশীল মহলের উসকানিতে ছাত্রলীগের দুর্বৃত্ত কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগঠনের সভাপতি প্রফেসর ড. মোহা. এনামুল হক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম প্রেরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃৃতিতে বলা হয়েছে, এ ঘটনা সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণের পরিচয় বহন করে। এই বর্বরোচিত হামলায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিরীহ ছাত্র এবং ছাত্রীদেরকে যেভাবে গতকাল আক্রমণ করা হয়েছে তা সভ্য সমাজে কল্পনা করা যায় না। অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় এর নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, বিদ্যমান কোটা পুনর্বহাল এর ব্যবস্থা করে সরকার অসাংবিধানিক কাজ করেছে। আদালতের রায়ের তারা অপব্যাখ্যা করে এর মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করে দলীয় ক্যাডারদের সরকারী চাকুরীতে ঢোকাতে চায়। এ কোটা ব্যবস্থার সংস্কার জরুরী বলে আমরা মনে করি।
বার্তা প্রেরক
(প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম)
সাধারণ সম্পাদক
জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।