“বৃক্ষের মাঝে মানুষের প্রাণ, বেশী করে গাছ লাগান” এই পতিপাদ্যকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের “ডি-৮” ক্লাব ও “সেভ দি ন্যাচার এন্ড লাইফ” এর যৈাথ উদ্দোগ্য ১০০টি চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন “সেভ দি ন্যাচার এন্ড লাইফ” এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এবং সভাপতি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
এ কর্মসূচিতে প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে, মোঃ মিজানুর রহমানের বক্তব্যে পরিবেশ এবং জীব বৈচিত্র্যের গুরুপ্ত তুলে ধরে গাছের অপরিসীম উপকারিতা এবং বন উজাড়ের ক্ষতিকর দিক সম্পর্কে জানান।
বক্তব্যের শেষে উপস্থিত অতিথি এবং শিক্ষার্থীরা সকলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাঙ্গনে একটি করে প্রায় ১০০টি চারা গাছ রোপনের মধ্যে দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটে।