২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:০২:৫৪ পূর্বাহ্ন


বকেয়া বেতন নিয়ে মাউশির বড় সুখবর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
বকেয়া বেতন নিয়ে মাউশির বড় সুখবর ফাইল ফটো


বেসরকারি এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের বকেয়া বেতনের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি এমপিওভুক্ত কলেজের কোনও কোনও অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী এমপিও বা এমপিও বকেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি আবেদন করছেন, যা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং বিধিবিধান পরিপন্থী। এ কারণে এমপিও প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত বছরের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এমপিও কমিটির সভার সিদ্ধান্তে বলা আছে ‘কোন শিক্ষক-কর্মচারীর এমপিও বকেয়ার বিষয়ে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্রসহ প্রযোজ্য ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার এবং উপপরিচালক/পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয় থেকে বকেয়ার কারণসহ যাচাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।’

এমতাবস্থায় বেসরকারি এমপিওভুক্ত কলেজের সব অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের এমপিও বকেয়া সংক্রান্ত আবেদন প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্রসহ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

রাজশাহীর সময় / এফ কে