২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:৫০:১১ পূর্বাহ্ন


চারঘাটে মেয়াদোর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে তিন ফার্মেসীকে জরিমানা
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২৪
চারঘাটে মেয়াদোর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে তিন ফার্মেসীকে জরিমানা চারঘাটে মেয়াদোর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে তিন ফার্মেসীকে জরিমানা


চারঘাটে অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে তিন ফার্মেসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চারঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন এই অভিযান চালান ।

অভিযান চালিয়ে সারদা ও চারঘাট বাজারে ডালিম ফামের্সী ৫ হাজার, নুর ফামের্সী ৫ হাজার ও প্রীতম ফার্মেসী ১ হাজার , মোট ১১ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন জানান, ঔষধ ও কসমের্টিকস আইন ৪০ (খ),(গ),ঘ) ৫৪ ধারার আপরাধে তাদের জরিমানা করা হয় এবং জনসম্মুখে মেয়াদোর্ত্তীণ ঔষধগুলো পুড়িয়ে ধবংস করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন ঔষধ তত্বাবধারক রাজশাহী জেলা শরিফুল ইসলাম, উপজেলা ভুমি ভারপ্রাপ্ত কানুনগো আবদুল্লাহ আল মাসুম, সার্টিফিকেট রেজিষ্টার লোমানুর রহমান,চারঘাট মডেল থানা পুলিশ সদস্যবৃন্দ।