২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:২৯:৪২ পূর্বাহ্ন


মহানগরীতে চা পাতার প্যাকেটের ভেতর ১৮ কেজি গাঁজা, গ্রেফতার - ৬
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৪
মহানগরীতে চা পাতার প্যাকেটের ভেতর ১৮ কেজি গাঁজা, গ্রেফতার - ৬ মহানগরীতে চা পাতার প্যাকেটের ভেতর ১৮ কেজি গাঁজা, গ্রেফতার - ৬


এবার চা পাতার মোড়কে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ১৮ কেজি গাঁজা-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (৭ মে) দুপুর দেড়টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ আরজিনা বেগম (লিপি) (৩৫), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকার মোঃ আরিফুল ইসলামের স্ত্রী, আরিফুল ইসলাম লালটু (৩৮), সে একই এলাকার মোঃ জাহাঙ্গীর হোসন পল্টুর ছেলে, মোঃ জাহাঙ্গীর হোসন পল্টু (৬০), সে  মৃত: জান মোহাম্মদের ছেলে। মোঃ নিজাম উদ্দিন (২৫), সে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী নয়াপাড়ার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে, মোঃ আব্দুল জলিল সম্রাট (২০), সে নোয়াখালী জেলার কবিরহাট থানার যাদবপুর এলাকার মোঃ আব্দুল করিমের ছেলে ও মোঃ আজিজুল হক তানজিল (২৪), সে একই জেলার ও এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে। 

রবিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন কৌশলে সংগ্রহ করে নিজ এলাকা-সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।