২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:২৫:৪০ পূর্বাহ্ন


লালপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তুলা বীজ ও সার বিতরণ
লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৪
লালপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তুলা বীজ ও সার বিতরণ লালপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তুলা বীজ ও সার বিতরণ


২০২৪-২৫ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে ১শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তুলা বীজ ও সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন এবং তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা চত্বরে এসব কৃষি উপকরণ দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা মোজালীদ আল শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় প্রমুখ।