২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:৫১:১৮ অপরাহ্ন


মহানগরীর শাহমখদুম এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৭-২০২৪
মহানগরীর শাহমখদুম এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার মহানগরীর শাহমখদুম এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার


মহানগরীর শাহমখদুম এলাকা থেকে ১৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৪ জুলাই) বিকাল ৪টায় মহানগরীর শাহমখদুম থানাধীন আলেকের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩৯০০/-টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ সজিব (২১), সে মহানগরীর শাহমখদুম থানাধীন বাগানপাড়া এলাকার মোঃ সোলায়মানের ছেলে, মোঃ রাব্বী হোসেন (২১),সে বোয়ালিয়া মডেল থানার কয়ের ডারা এলাকার মোঃ মাসুদ রানার ছেলে ও মোঃ হৃদয় (২২), সে একই থানার দড়িখড়বনা এলাকার মোঃ রানার ছেলে। বর্তমানে শাহমখদুম থানার মেহেরের মিল বাউসা এলাকার বাসিন্দা।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীরা জানায়, তারা একে অপরের সহায়তায় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম থানায় মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।