২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:৫২:২৭ অপরাহ্ন


চারঘাট থানায় রাসেল ভাইপার, আতঙ্কে মেরে ফেললো পুলিশ!
চারঘাট প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৪
চারঘাট থানায় রাসেল ভাইপার, আতঙ্কে মেরে ফেললো পুলিশ! চারঘাট থানায় রাসেল ভাইপার, আতঙ্কে মেরে ফেললো পুলিশ!


রাজশাহীর চারঘাট থানা চত্ত্বরে হঠাৎ উপস্থিত চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ। দেখার সঙ্গে সঙ্গে কর্মরত অফিসার ফোর্সদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ সাপটিকে উদ্ধার না করে মেরে ফেলে। সোমবার (১ জুলাই) দিনগত রাতে রাজশাহীর চারঘাট থানায় এ ঘটনা ঘটে। 

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে থানার ওয়াসরুমে একটি রাসেলস ভাইপারের দেখা মেলে। পরে থানার অফিসার-ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে। তবে এরপর থেকে আর কোনো সাপের দেখা মেলেনি।

ওসি আরও বলেন, গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে থানা যেহেতু পদ্মা নদীর কাছাকাছি, তাই সেখান থেকেই সাপটি এসেছে। আমরা চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে নির্দেশ দিয়েছি।

তিনি জানান, গত কয়েকদিন ধরে থানা চত্তরে কিটনাশক প্রয়োগ করে আগাছা পরিস্কার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে থানাটির কাছাকাছি পদ্মা নদী হওয়ায় সাপটি থানা চত্ত্বরে চলে এসেছে।