২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০২:৫৭:৩১ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে গাঁজাসহ সেন্টু গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৪
রাজশাহী মহানগরীতে গাঁজাসহ সেন্টু গ্রেফতার রাজশাহী মহানগরীতে গাঁজাসহ সেন্টু গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজাসহ মোঃ রফিকুল ইসলাম সেন্টু (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ জুন) সন্ধ্যা পোনে ৬টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মোঃ রফিকুল ইসলাম সেন্টু রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর কাকাইলকাটি গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। সে বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় বসবাস করে।

সোমবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের দিকনির্দেশনায় এসআই মোঃ রেজাউল করিম ও তাঁর সঙ্গীয় ফোর্স সন্ধ্যা পৌনে ৬টায় সেখানে অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম সেন্টুকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি'র কাটাখালী থানায় পূর্বে একটি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।