২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:৩৮:০৯ অপরাহ্ন


কক্সবাজারে নারীর রগকাটা লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
কক্সবাজারে নারীর রগকাটা লাশ উদ্ধার ফাইল ফটো


কক্সবাজারের পেকুয়ায় বাম হাত ও দুই পায়ের রগকাটা অবস্থায় মোহছেনা আক্তার (৩৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিল থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোহছেনা আক্তার কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী জানায়, সকালে কৃষকরা ক্ষেতে চাষাবাদ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি জানান, মরদেহের আশেপাশে কোনো রক্তের চিহ্ন নাই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মুঠোফোন, স্মার্ট কার্ড ও কিছু টাকা রয়েছে। তাছাড়া নিহতের শরীরের ডানহাতে ঘড়ি রয়েছে।

তিনি আরো জানান, স্মার্টকার্ডের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। সে কিভাবে পেকুয়া এলো কিংবা কেউ নিয়ে এসেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থালে সিআইডি ও পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা মৃতদেহ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

রাজশাহীর সময় / এফ কে