রবি সন্ধ্যায় রাইসিনা হিলসের তারকাখচিত শপথগ্রহণ অনুষ্ঠানের জৌলুস বাড়ালেন কঙ্গনা রানাউত। পরনে সাদা টিস্যু সিল্ক শাড়ি। তার সঙ্গে মানানসই মুক্তো আর পান্না খচিত গয়না। ‘ক্যুইন’ যেন রাজরানি বেশে ধরা দিলেন।
সোশাল মিডিয়ায় মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের লুক শেয়ার করে কঙ্গনা অনুরাগীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন- “আমাকে কেমন লাগছে দেখতে?” ভক্তরাও ‘ক্যুইন’-এর গ্ল্যামারাস সাজপোশাক দেখে প্রশংসায় পঞ্চমুখ। ভোটপ্রচারের ময়দানে হিমাচলী ফ্যাশনে দাপিয়ে বেড়িয়েছিলেন সেখানকার ভূমিকন্যা। শুধু তাই নয়, পশ্চিমী পোশাকের উপর ফতোয়াও জারি করতে শোনা গিয়েছিল তাঁকে। স্বল্পবসনের বিরোধিতা করে কঙ্গনা বলেছিলেন, ফ্যাশন স্টেটমেন্টে ভারতীয় সংস্কৃতি কিংবা ঐতিহ্যকে প্রাধান্য দিতে। রবিবার রাষ্ট্রপতিভবনে নবনির্বাচিত তারকা সাংসদকে দেখা গেল শাড়িতে।
এমন সাজপোশাকে কঙ্গনা নিজেও খুশি। বলছেন, “সিনেস্টার লুক ফিরে পেয়ে খুশি হলাম।” অভিনেত্রীকে সাজিয়েছেন, সেলিব্রিটি স্টাইলিস্ট অ্যালবার্ট চেট্টিয়ার। কঙ্গনার রেট্রো হেয়ার স্টাইলের নেপথ্যে হাসিনা শেখ। আর পান্না খচিত গয়না তিনি বেছে নিয়েছেন আম্রপলী জুয়েলার্স থেকে। শপথ অনুষ্ঠানের আধ ঘণ্টা আগে পৌঁছেই রাইসিনার রেড কার্পেটে বিশেষভাবে নজর কাড়লেন কঙ্গনা রানাউত। কঙ্গনা বরাবরই ফ্যাশন সচেতন। রাজনীতির ইনিংস শুরু করার পর অবশ্য তাঁর সাজপোশাকে শাড়ি কিংবা হিমাচলী পোশাকই প্রাধান্য পেয়েছে। তবে পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রেও স্বাদ বদলেছে ক্যুইন-এর। বর্তমানে প্যাস্টেল শেডের শাড়িতেই তাঁকে বেশিরভাগ দেখা যাচ্ছে। কখনও হ্যান্ডলুম আবার কখনও বা সিল্কের শাড়িতে মোহময়ী রূপে ধরা দিচ্ছেন মাণ্ডি লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ কঙ্গনা রানাউত।