রবিবার প্রতি মুহূর্তের নাটকীয় বাঁকে যখন টানটান উত্তেজনা পাকিস্তানের পার্লামেন্টে, তখন ওই ভবনের বাইরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য গলা ফাটালেন এক দল সমর্থক। প্রধানমন্ত্রী ইমরানের পক্ষে স্লোগান দিতে দেখা গেল তাঁদের। ঘটনাচক্রে, শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দেশের যুবসমাজকে রাস্তায় নেমে প্রতিবাদ গড়ার ডাক দিয়েছিলেন ইমরান। রবিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুমুল হইহট্টগোলের আবহে দেখা গেল সেই দৃশ্যই।
সংবাদ সংস্থা এএনআই টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করেছে। ওই ভিডিয়োতেই পার্লামেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে ‘ইমরান জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে গেল প্রধানমন্ত্রীর সমর্থকদের। তাঁদের বক্তব্য, ইমরানই বাঁচাবেন দেশকে। যাঁরা আমেরিকার বন্ধু, তাঁরাই বিশ্বাসঘাতক।
রবিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা ভোটের প্রস্তাবের উপর ভোটাভুটি শেষ পর্যন্ত হলই না। পাটিগণিতের হিসেবে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েও আপাতত গদি বাঁচাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী। তবে শঙ্কা এখনও কাটেনি। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নিয়ে যখন তুমুল তর্ক-বিতর্ক চলছে, সেই সময় প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে গিয়ে নতুন করে ভোটের প্রস্তাব দেন ইমরান। যদিও নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই শুরু করে দিয়েছিলেন তিনি। তা আরও স্পষ্ট হয়েছে শনিবারের ভাষণে। এমনকি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ইমরানকে বলতে শোনা গিয়েছে, ‘‘ঘবড়ানা নেহি হ্যায়। ঈশ্বর উপর থেকে পাকিস্তানের উপর নজর রেখে চলেছেন। দেশবাসীই ঠিক করুন, আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান।
রাজশাহীর সময় / এএইচ